শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ধামইরহাটে ভোক্তা অধিকার দিবস পালিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
  ১৫ মার্চ ২০২৪, ১৯:২৪

নওগাঁর ধামইরহাটে ভোক্তা অধিকার দিবস উদযাপন করা হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে ১৫ মার্চ ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভ‚মি) মোসা. জেসমিন আকতার। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশিদ, স্যানিটারী ইন্সপেক্টর মো. আনিসুর রহমান, ভারপ্রাপ্ত সমাজ সেবা কর্মকর্তা এ টি এম ফসিউল আলম, জাহানপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, পরিবার পরিকল্পনা দপ্তরের প্রতিনিধি গোলাম সরফরাজ রাঙ্গা, ধামইরহাট কেজি স্কুলের অধ্যক্ষ আব্দুল বারিক, সাংবাদিক এম এ মালেক, আবু মুছা স্বপন প্রমুখ।

বাজারে রাস্তার পাশে খোলা ইফতারি সামগ্রী বিক্রয় নিয়ন্ত্রণ, উচ্চ ম‚ল্যে খেজুর, আপেল, মাল্টা, পচা মাছ, কেমিক্যাল বা রং মিশ্রিত জিলাপি, বিস্কুট, চানাচুর, কেমিক্যাল যুক্ত আচার, ঘরে তৈরি অস্বাস্থ্যকর জুস ইত্যাদি খাদ্যপণ্য বাজারজাত নিয়ন্ত্রণ ও প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা সিদ্ধান্ত গৃহীত হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আকতার অঙ্গীকার করেন- ‘ভোক্তা অধিকার সুরক্ষায় শতভাগ দায়িত্ব পালন করব।’ এছাড়াও তিনি জনসচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ইউপি চেয়ারম্যান-মেম্বারদের ভূমিকা পালনের অনুরোধ জানান।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে