রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

পার্বতীপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  ১৭ মার্চ ২০২৪, ১১:২২

দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল) এর উদ্যোগে ১৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০৪তম “জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস” যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কোম্পানির (কয়লা খনির) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকার-এর নেতৃত্বে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু করা হয়। বড়পুকুরিয়া কোল মাইন অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এবং বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকেও জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।

এ ছাড়াও কর্মসূচীর মধ্যে রয়েছে কোল্ড মাইনিং স্কুলে চিত্র অংকন প্রতিযোগিতা ও মিলাদ মাহফিল।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে