বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

পুঠিয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
  ১৭ মার্চ ২০২৪, ১১:৩৬
পুঠিয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

রাজশাহীর পুঠিয়ায় যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সঙ্গে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

পুঠিয়া উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে এদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারী, বেসরকারী, আধাসরকারী ও স্বায়ত্বশাসিত ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

কর্মসূচীর অংশ হিসেবে এদিন সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, স্থানীয় সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা এবং উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম নুর হোসেন নির্ঝর।

পরে একে একে, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান, বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মোঃ মামুনুর রশিদ, পুঠিয়া পৌরসভার পক্ষে ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়াম হল রুমে "বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনব হাসি সবার ঘরে" শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

এছাড়া বাদ যোহর উপজেলার সকল মসজিদ, মন্দির, গীর্জা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, সকল শিশু সদন, শিশু পরিবার, থানা ও হাসপাতালে মিষ্টি ও উন্নতমানের খাবার পরিবেশন। বিকালে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাসমূহে স্থানীয়ভাবে সৌন্দর্য বর্ধনে আলোকসজ্জার ব্যবস্থা গ্রহণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে