রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে নোয়াখালী প্রেসক্লাব সদস্যদের শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
  ১৭ মার্চ ২০২৪, ২১:৪৭
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে নোয়াখালী প্রেসক্লাব সদস্যদের শ্রদ্ধা নিবেদন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নোয়াখালী প্রেসক্লাবের সদস্যরা।

রবিবার সকাল ১১টায় প্রেসক্লাব সভাপতি বখতিয়ার শিকদার ও সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জুর নেতৃত্ব কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা প্রেসক্লাব ভবনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি শাহ্ এমরান সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ ও এ.আর আজাদ সোহেল, কোষাধ্যক্ষ আলাউদ্দিন শিবলু, শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হোসেন সুমন, প্রচার, প্রকাশনা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক গাজী রুবেল, সদস্য আব্দুল মোতালেব ও মাহবুবুর রহমান বাবু, বিটিভির জেলা প্রতিনিধি আসাদুজ্জামান কাজল, সাংবাদিক মোসলেহ উদ্দিন, একেএম শাহজাহান কচি প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ২২ জুন স্বাধীনতার পর বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম নোয়াখালী সফরে আসেন। পরদিন ২৩ জুন তিনি নিজ হাতে নোয়াখালী প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

স্বাধীনতার ৫২ বছর পর নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু বঙ্গবন্ধুর হাতের স্পর্শ পাওয়া নোয়াখালী প্রেসক্লাব ভবনে জেলা পরিষদের অর্থায়নে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন।

২০২৩ সালের ১২ অক্টোবর নোয়াখালী প্রেসক্লাব ভবনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম। এসময় অতিথিদের সাথে নিয়ে নোয়াখালী প্রেসক্লাবের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর স্বাধীনতার দীর্ঘ ৫৩ বছর পর এবারই প্রথম বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে নোয়াখালী প্রেসক্লাব ভবনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাংবাদিকরা।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে