রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় রেল দুর্ঘটনায় চৌদ্দগ্রামের ৪ কিশোর আটক, আদালতে সোপর্দ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  ১৯ মার্চ ২০২৪, ১৯:৪২
কুমিল্লায় রেল দুর্ঘটনায় চৌদ্দগ্রামের ৪ কিশোর আটক, আদালতে সোপর্দ

কুমিল্লার নাঙ্গলকোটের তেজেরবাজারে বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুতির ঘটনায় ৪ কিশোরকে চৌদ্দগ্রাম থেকে আটক করেছে লাকসাম রেলওয়ে থানা পুলিশ। আটককৃতরা হলো; উপজেলার চিওড়া ইউনিয়নের তেলীগ্রাম পূর্বপাড়ার কাজী আমির হোসেনের ছেলে কাজী সামির হোসেন (১৫), একই গ্রামের আবুল কাশেমের ছেলে আল আমিন (১৬, আব্দুল হামিদের ছেলে সাকিবুল হাসান তাহিব (১৪) ও আব্দুল মালেকের ছেলে আব্দুল্লাহ আল মামুন রিয়াদ (১৩)। মঙ্গলবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদউল্লাহ বাহার। এদিকে আসন্ন ঈদে আতশবাজি কেনার টাকার জন্য রেলওয়ের পিসপ্লেট খুলে বিক্রি করেছেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন অভিযুক্ত এসব কিশোর।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদউল্লাহ বাহার আরও জানান, গত ১৭ই মার্চ চট্রগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেসের ১৮টি বগি নিয়ে রওনা হয়। পথিমধ্যে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার তেজেরবাজার এলাকায় ঐ দুপুর পোনে ২টায় ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়। এতে রেলওয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আহত হয়েছেন যাত্রী ও স্থানীয় বাসিন্দাসহ অন্তত ২০ জন। এ ঘটনায় রেলওয়ে থানা পুলিশ তদন্তে নামে। তেজেরবাজার এলাকার ভেঙ্গিরপুলে একটি কালো ব্যাগ পাওয়া যায়। ব্যাগের ভিতরে জন্মনিবন্ধন ও আইডি কার্ড পাওয়া যায়। এর সূত্র ধরে আমরা চৌদ্দগ্রাম থেকে চার কিশোরকে আটক করি। এ ব্যাপারে রেলওয়ে কর্তৃপক্ষ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

রেলওয়ের চট্রগ্রামের পুলিশ সুপার মোঃ হাসান চৌধুরী বলেন, রেলওয়ে কর্তৃপক্ষের মামলার অভিযোগের ভিত্তিতে আমরা চার কিশোরকে আইনের আওতায় নিয়ে আসি। যেহেতু তারা এখনো কিশোর, তাই তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে কিশোররা জানান, ঘটনার দিন তারা ভেঙ্গিরপুর এলাকায় রেলের ৩টি পিসপ্লেট খুলে নিয়ে যায়। কেন খোলা হয়েছে এর জবাবে কিশোরার জানায়, তারা এ প্লেটগুলো বিক্রি করে সামনের ঈদের আতশবাজি ফুটিয়ে আনন্দ করবে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে