শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

লোহাগাড়ায় কৃষি জমির টপসয়েল কাটায় জরিমানা 

লোহাগাড়া( চট্টগ্রাম) প্রতিনিধি
  ২৩ মার্চ ২০২৪, ১৮:১০
লোহাগাড়ায় কৃষি জমির টপসয়েল কাটায় জরিমানা 

চট্টগ্রামের লোহাগাড়ায় কৃষি জমির টপসয়েল কাটার দায়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় আবুল কাসেম(৪৮) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়।

শনিবার (২৩ মার্চ) বিকাল ২টার দিকে উপজেলার বড়হাতিয়া ফল্লানী পাড়ায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল।

অভিযানকালে লোহাগাড়া থানার এসআই শরীফুল ইসলাম পিপিএম(বার) সহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্য ও উপজেলা ভূমি অফিসের স্টাফগণ উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল জানান,উপজেলার বড়হাতিয়া ফল্লানি বিল এলাকা থেকে কৃষি জমির টপসয়েল কেটে ইট ভাটায় নিয়ে যাচ্ছিল প্রভাবশালীরা।

এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করে কৃষি জমির টপসয়েল কাটার দায়ে ছিদ্দিক আহমদের ছেলে মোঃ আবুল কাসেমকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে