বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

প্রতিহিংসা নয় উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে হবে : অর্থ প্রতিমন্ত্রী

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২৪ মার্চ ২০২৪, ১২:১৮
প্রতিহিংসা নয় উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে হবে : অর্থ প্রতিমন্ত্রী

অর্থ প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু টানেল নির্মাণের মাধ্যমে আনোয়ারাকে শহরের আরো নিকটে নিয়ে গেছেন, যা আনোয়ারা তথা সমগ্র দক্ষিণ চট্টগ্রামের মানুষের ভাগ্যন্নোয়নে ভূমিকা রাখছে। বঙ্গবন্ধু তনয়া আমাদের শিখিয়েছেন উন্নয়নের মাধ্যমে কিভাবে জনসাধারণের কাছে আসা যায়। অন্ধকার বাংলাদেশ থেকে সমৃদ্ধ বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে দেশকে নিরলসভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন দেশরত্ন শেখ হাসিনা।

শনিবার (২৩ মার্চ) বিকালে কর্ণফুলী থানাধীন বারশত ইউনিয়নের পারকি সৈকতে আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

অর্থ প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিহিংসার রাজনীতি চর্চা করেন না, তিনি উন্নয়নের রাজনীতির মাধ্যমে দেশ ও দশের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাঁর রূপান্তরকারী ও দুরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ পৃথিবীর বুকে উন্নয়ন বিস্ময়। আনোয়ারা নিজ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। উন্নয়নের ছোঁয়া আনোয়ারাতেও প্রসারিত হবে। চলমান সকল উন্নয়ন প্রকল্পের তদারকির দায়িত্ব জনপ্রতিনিধিগণের পাশাপাশি জনগণেরও। সকলের সম্মিলিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় উন্নয়ন প্রকল্পসমূহের সঠিক বাস্তবায়ন সম্ভব।

আওয়ামী লীগ নেতা শেখ মোহাম্মদ শাহ-র সভাপতিত্বে ও ইউপি সদস্য তৌহিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, সদস্য ডা. নাছির উদ্দীন মাহমুদ, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল, সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর চৌধুরী, হাজী নুরুল হক, মোহাম্মদ আলী, নাজিম উদ্দীন, এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ, শিকলবাহার ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, ফরিদুল কবির, দক্ষিণ জেলা তাঁতীলীগের সহ সভাপতি মো. আজিজুল হক আজিজ, যুবলীগ নেতা নাজিম উদ্দিন ছোটন, আহকাম ইবনে জামিল মিশন, ব্যবসায়ী মোজাম্মেল হক, ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন বাবলু, শাহাদত হোসেন, খালেদ মোরশেদসহ হাজারো নেতাকর্মীরা।

এরআগে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবু ও দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম.ইদ্রিছ বিক্রমের কবরের শ্রদ্ধা জানান। এছাড়া হাইলধর ইউনিয়নের গুজরা নাথপাড়ায় আগুনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করেন। আনোয়ারা উপজেলায় ৫৭৭ কোটি টাকা ব্যায়ে উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণ ও পারকি সমুদ্র সৈকতে ৭১ কোটি টাকা ব্যয়ে পর্যটন কমপ্লেক্সের কাজ পরিদর্শন করেন।

পরিদর্শনে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশর মোহাম্মদ ফখরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে