মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

আত্রাইয়ে এক যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার 

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
  ২৪ মার্চ ২০২৪, ১৯:৩২
আপডেট  : ২৪ মার্চ ২০২৪, ১৯:৩৩
আত্রাইয়ে এক যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার 

আত্রাই-নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কের রামপুর নামক স্থান থেকে পুলিশ এক যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে। এটি কি হত্য না সড়ক দুর্ঘটনা তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়,রামপুর গ্রামের আলাবক্সের ছেলে মোখলেছুর রহমান (৩৬) প্রতি দিনের ন্যায় (২৪ মার্চ) রোববার ভোর ৫ টার দিকে আত্রাই রেলস্টেশনে তার কর্মস্থলে যাবার জন্য বাড়ি থেকে বের হন।

সকালে স্থানীয় লোকজন তার ক্ষত-বিক্ষত লাশ আঞ্চলিক মহাসড়কের পার্শ্বে পড়ে থাকতে দেখতে পায়। অনেকেরই ধারণা মহাসড়ক দিয়ে যাবার সময় কোন যানবাহন তাকে ধাক্কা দেয়ায় তার মৃত্যু ঘটেছে।

অপর পক্ষে অনেকেরই ধারণা এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড হতে পারে। সংবাদ পেয়ে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) গাজিউর রহমান, নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।

আত্রাই থানার ওসি জহুরুল ইসলাম বলেন,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে জানা যাবে এটি হত্যা না সড়ক দুর্ঘটনা। এ ব্যাপারে আত্রাই থানায় একটি জিডি করা হয়েছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে