শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

জৈন্তাপুরে গণহত্যা দিবস পালন

জৈন্তাপুর প্রতিনিধি
  ২৫ মার্চ ২০২৪, ১৭:৪৯
জৈন্তাপুরে গণহত্যা দিবস পালন

জৈন্তাপুরে ২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের গণকবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও উপজেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১ টায় চিকনাগোল ইউনিয়নের তামাবিল মহাসড়কের পাশে কহাইগড়ে শহীদ বীরমুক্তিযোদ্ধাগণের গণকবর বধ্যভূমি'তে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, জৈন্তাপুর মডেল থানা পৃথক ভাবে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান।

পাকিস্তান হানাদার বাহিনীর হাতে ২৫ মার্চের কালরাতে নির্মম বুলেটে নিহত বীর মুক্তিযোদ্ধাগণে রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমেদ, নবাগত উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুুমাইয়া, সহকারী কমিশনার (ভুমি) ফাতেমা তুজ জোহরা সানিয়া, মুক্তিযোদ্ধা সংসদের (ভারপ্রাপ্ত) কমান্ডার শ্রী যাদবময় বিশ্বাস, জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক সাহিদ মিয়া, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, এশিয়ান টিভির জৈন্তাপুর প্রতিনিধি ইউসুফুর রহমান,দৈনিক জৈন্তা বার্তা পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম বাবু ও সাংবাদিক জাহিদুল ইসলাম।

দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুুমাইয়া। সহকারী কমিশনার (ভুমি) ফাতেমা তুজ জোহরা সানিয়ার সঞ্চালনায় আলোচনা সভাঢ প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ।

বক্তারা ২৫ শে মার্চ রাতের পাক হানাদার বাহিনীর নির্মম ভাবে নিহতদের স্মৃতিচারণ করে বলেন, সারা বিশ্বে এমন নিকৃষ্টতম গণহত্যার নজির খুব কম আছে।

নিরস্ত্র বাঙালির উপর বর্বরোচিত এই গনহত্যা সারা বিশ্বে নিন্দার ঝড় তুলেছিলো। ওই দিন স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে গ্রেফতার করে। বঙ্গবন্ধুর নির্দেশনা মুক্তি ও স্বাধীনতা সংগ্রামে দিপ্ত বলিষ্ঠ বাঙালি জাতি ওই রাতে ঝাঁপিয়ে পড়ে মহান মুক্তিযুদ্ধে।

ভবিষ্যত প্রজন্মের নিকট মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

এতে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ( ভারপ্রাপ্ত) শ্রী যাদবময় বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার এ কে আজাদ ভূঁইয়া, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা সহকারী প্রকৌশলী রফিক আহমদ , ইউপি সদস্য শরিফুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা হেপি আক্তার।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে