শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কুতুবদিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত 

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ২৬ মার্চ ২০২৪, ১৪:২৯
ছবি-যায়যায়দিন

কক্সবাজারের কুতুবদিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বড়ঘোপ ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ-আনসার, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে ভোরে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। মহান স্বাধীনতা দিবসে বড়ঘোপ কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসন, কুতুবদিয়া থানা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের পক্ষে শহিদদের শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জর্জ মিত্র চাকমা সভাপতিত্বে অংশ নেন,কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, কুতুবদিয়া থানার তদন্ত কানন সরকার,উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কপিল উদ্দীন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিগারুন নাহার, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, ভোলা নাথ, কুতুবদিয়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম,জাইকার প্রতিনিধি (ইউএফডি) জামাল উদ্দিন,ফায়ার সার্ভিস কর্মকর্তা সোহেল আহমদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,সাংবাদিক বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ। শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে