রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বরুড়ায় কিশোর কিশোরী ক্লাবের পুরস্কার বিতরণ

বরুড়া প্রতিনিধি
  ২৭ মার্চ ২০২৪, ১২:০৫
আপডেট  : ২৭ মার্চ ২০২৪, ১২:১৪
বরুড়ায় কিশোর কিশোরী ক্লাবের পুরস্কার বিতরণ

কুমিল্লার বরুড়ায় কিশোর কিশোরী ক্লাবের শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বরুড়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত উপজেলা কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এ সময় সংগীত, আবৃতি ও কুইজ প্রতিযোগিতায় প্রত্যেক ক্লাব ভিত্তিক প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জনকারী ও উপজেলা পর্যায়ে চিত্রাংকন প্রতিযোগিতা বালিশ খেলায় অংশগ্রহণকারী বিজয় ঈদের মাঝে ক্রেস্ট (পুরস্কার) বিতরণ করা হয়।

বরুড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.এন.এম মঈনুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং, উপজেলা নবাগত সহকারী কমিশনার ভূমি আহমেদ হাসান, বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুল হাসান সোহেল, বরুড়া থানা অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন চৌধুরী, বরুড়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ তরিকুল ইসলাম, ফিল্ড সুপারভাইজার মোঃ মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেন্ডার প্রোমোটর সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন, তানিয়া আক্তার, হৃদয় ভৌমিক, পেয়ার আহমেদ জনি, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংস্কৃতিক কর্মী ও বরুড়া পৌরসভা কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক শাকিলা জামান, আগত অভিভাবক ও শিক্ষার্থীরা।

এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বিশেষ উদ্যোগ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের মাধ্যমে স্কুল থেকে ঝরে পড়ার প্রবণতা দূর করা, বাল্যবিবাহ মাদক ও যৌন হয়রানি প্রতিরোধে কিশোর কিশোরীদের মাঝে সচেতনতা সৃষ্টি করেছে। পাশাপাশি এই প্রকল্পটির মাধ্যমে শিক্ষার্থীরা জেন্ডার বৈষম্য নিরসনে সহায়ক ভূমিকা রেখে যাচ্ছে, এই প্রকল্পটি সম্পূর্ণ সরকারি অর্থায়নে পরিচালিত হয়। প্রতি শুক্রবার ও শনিবার স্থানীয় ও সুবিধা জনক সময়ে সপ্তাহে একদিন সংগীত ক্লাস ও আবৃত্তি ক্লাস এর পাশাপাশি চারটি ক্লাব মিলিয়ে একজন করে জেন্ডার প্রোমোটর নিয়োগ দেওয়া হয়েছে এরা জেন্ডার বৈষম্য নিরসনের পাশাপাশি শারীরিক ও স্বাস্থ্য সচেতনতা এবং শিক্ষার্থীদের ঝরে পড়ার প্রবণতা দূর করতে কাজ করে যাচ্ছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে