শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কুতুবদিয়ায় রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যােগে প্রকল্প অবহিতকরণ কর্মশালা 

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ২৭ মার্চ ২০২৪, ১৫:২৮

কুতুবদিয়ায় বাংলাদেশ রেড ক্রিসেন্টে সোসাইটি কক্সবাজার ইউনিটের উদ্যােগে প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জর্জ মিত্র চাকমা এর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, কুতুবদিয়া উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কপিল উদ্দীন কবির, উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা, মোঃ নাজমুস সাকিব, উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান,বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আবুল কালাম, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর, আলী আকবর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার,কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসকে লিটন কুতুবী, জাইকার প্রতিনিধি (ইউএফডি) জামাল উদ্দিন, রুম টু রিড় এর আফজালপুর রহমান রিপন প্রমুখ। দ্বীপের দুর্যোগকালে রেড়ক্রিসেন্টের কার্যক্রম বাস্তবায়ন নিয়ে কর্মশালায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কক্সবাজার ইউনিটের লেভেল অফিসার সাইফুল ইসলামের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি ও পরিবেশ ও জলবায়ু বিষয়ক জাতীয় সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সদস্য সচিব শাহেদুল ইসলাম মনির, উপজেলা প্রেসক্লাব কুতুবদিয়া এর সাধারণ সম্পাদক আনিসুল রহমান হিরু, পরিবেশ ও জলবায়ু বিষয়ক জাতীয় সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সংগঠনের যুগ্ম আহবায়ক মাষ্টার আমিনুল হক, যুগ্ম সদস্য সচিব মাষ্টার মিজানুর রহমান,ডি,আর,আর অফিসার মো হোসাইন,ডি,আর,আর টেকনিক্যাল ম্যানেজার মো ওসমান গনি,কুতুবদিয়া যুব রেড ক্রিসেন্ট সোসাইটির টিম লিডার জামশেদ আলীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও এনজিও প্রতিনিধি, সিপিপি সদস্যবৃন্দ।

কর্মশালায় বক্তারা বলেন, সাগর বেষ্টিত দ্বীপ কুতুবদিয়া একটি দুর্যোগ কবলিত এলাকা। প্রতি বছর ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এ দ্বীপের মানুষ। এই উন্নয়ন মুলক প্রকল্পের মাধ্যমে দুর্যোগ ঝুঁকিহ্রাস হবে বলে মন্তব্য করেছেন। সেই সাথে অতীতের মত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ক্ষতিগ্রস্ত এলাকাতে সব ধরনের সহযোগিতা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এদিকে, এই বছর আলী আকবর ডেইল এবং উত্তর ধুরুং ইউনিয়নে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে ও উন্নয়ন মুলক কাজ শুরু করবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। পরবর্তীতে বাকি ইউনিয়ন গুলো তে কাজ শুরু করবেন ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে