সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

চৌগাছায় ফল ব্যবসায়ীকে জরিমানা

চৌগাছা (যশোর) প্রতিনিধি
  ২৭ মার্চ ২০২৪, ১৯:০৫
চৌগাছায় ফল ব্যবসায়ীকে জরিমানা

যশোরের চৌগাছায় পৌর শহরে কলাহাটা এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ফল ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেছেন। বুধবার ২৭ মার্চ বিকেলে উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট গুঞ্জন বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, কোন ব্যাক্তি মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় এমন কোন প্রক্রিয়ায় যাহা কোন আইন বা বিধির অধীন নিষিদ্ধ কারা হয়েছে। কোন পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ করিলে তিনি অনুর্ধ্ব দুই বৎসর কারাদÐ বা অনধিক এক লাখ টাকা অর্থদÐ, বা উভয় দÐে দÐিত হবেন। কিছু অসাধু ফল ব্যাবসায়ী ফলে অধিক মাত্রায় বিভিন্ন ক্যামিকেল ব্যবহার করে ব্যবসা চালিয়ে আসছে। এই সংবাদের ভিত্তিতে শহরের কলা হাটা এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর৪৩ ধারায় ১০০০ টাকা অর্থদন্ড করা হয়। অভিযুক্ত অভিযুক্ত ব্যক্তি উপজেলার হুদা চৌগাছা গ্রামের মৃত গহর আলী ছেলে নুর ইসলাম (৭৫)। এ অভিযানে প্রসিকিউটর ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নিয়ামত আলী ।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে