সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ঝিনাইগাতীতে ঈদুল ফিতরের বাজার জমে উঠতে শুরু করেছে  

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
  ৩০ মার্চ ২০২৪, ১৯:৩৮
ঝিনাইগাতীতে ঈদুল ফিতরের বাজার জমে উঠতে শুরু করেছে  

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ শনিবার আসন্ন ঈদুল ফিতরের বাজার জমে উঠতে শুরু করেছে । বাজারে ক্রেতার আগমনে কাপড়,জুতা ও কসমটিক দোকানে ভির লক্ষ্য করা গেছে।

প্রত্যেক দোকানে নির্ধারিত বিক্রির চেয়ে তিনগুন বিক্রি বেড়েছে বলে জানা গেছে। মধ্য বাজারে সকল পণ্যের সমারহে ক্রেতাকে আকৃষ্ট করছে।

বাজারে সকল দব্রমূল্যর দাম বৃদ্ধিতে ঈদ সামগ্রীর দামের লাগামও টেনে ধরা যাচ্ছে না। আগত ক্রেতারা জানান ব্যবসায়ীরা সকল পণ্যের দাম বৃদ্ধি করে বিক্রি করছেন। চাহিদার চেয়ে পণ্যের মূল্য বেশী হওয়ায় অনেকেই কেনাকাটা না করে বাড়ি ফিরে যাচ্ছে।

ব্যাসায়ীরা জানান এবার মালামাল ক্রয় করতে টাকা বেশী গুনতে হয়েছে তাই খরচ সহ কিছু পণ্যের দাম বেড়েছে । সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে থাকলেও ঈদ উপলক্ষ্যে কস্ট করে হলেও কেনাকাটা করতে হবে বলে জানা গেছে।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ওসি বছির আহাম্মেদ বাদল জানান নিরাপত্তার জন্যে পুলিশ কাজ করছে ঈদের জন্যে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে মাদকের ব্যাপারে অভিযান অব্যাহত আছে বলে জানান।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে