সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

শেরপুরের ঝিনাইগাতীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ঝিনাইগাতী(শেরপুর)প্রতিনিধি
  ০১ এপ্রিল ২০২৪, ২০:৩৩
শেরপুরের ঝিনাইগাতীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ সোমবার উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিনা মূল্যে কৃষক/কৃষাণীদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে । এ উপলক্ষে কৃষি অফিসের হল রুমে কৃষকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভূইঁয়ার সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয় । অতিরিক্ত কৃষি অফিসার দিলরুবা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার ভূমি আশরাফুল কবীর, কৃষি অফিসার হুমায়ুন দিলদার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: ফায়েজুর রাজ্জাক প্রমুখ ।

পরে ৪০০ জন কৃষক কৃষাণীদের মাঝে ১০ কেজি ডি,এফপি,১০কেজি এমওপি ও ধান বীজ বিনামূল্যে বিতরণ করা হয় । কর্মসূচির সভাপতি ইউএনও আব্দুল্লাহ আল মাহমুদ ভূইঁয়া কৃষকদের উদ্দেশ্যে বলেন বাড়ির আঙ্গিনায় কোন জায়গা খালি না রেখে সবজির চাষ করে দেশ জাতী ও নিজের প্রয়োজনে কাজে লাগাবেন ।

সরকারের দেয়া সহায়তায় বিনামূল্যে সার ও বীজ কাজে লাগাবেন কেহ বাজারে বিক্রি করবেন না যা আইনগত দন্ডনিয় বলে জানান ।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে