কুড়িগ্রামের রাজারহাটে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত বৃদ্ধার নাম প্রমিলা দেবী (৭০)। তিনি উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার তালুক দেউপাড়া গ্রামের মৃত রামচন্দ্র বর্মণের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার রাজারহাট-নাজিমখান সড়কের ব্র্যাক মোড়ে দ্রুতগামী একটি মটর সাইকেল আসছিল। এ সময় প্রমিলা দেবী (৭০) নামের এক বৃদ্ধা সড়ক পারাপারের সময় ধাক্কা লাগে পাকা সড়কে পড়ে যায়। মোটরসাইকেল চালকও মটর সাইকেল থেকে ছিটকে পড়ে। দুজনে গুরত্বর আহত হয়। এলাকবাসীরা ছুটে এসে রক্তাক্ত আহত দুজনকে উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতে প্রমিলা দেবী মারা যায়। মোটরসাইকেলের চালক মনির রায়ের ছেলে সুজন (২৮) এর অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
মঙ্গলবার (২ এপ্রিল) সকালে বিষয়টি রাজারহাট থানার ওসি (তদন্ত) ওয়াহেদ আলী নিশ্চিত করেছেন।
যাযাদি/ এসএম