মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবসে আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  ০৩ এপ্রিল ২০২৪, ১৩:২৯

‘সচেতনতা-স্বীকৃতি-মূল্যায়ন : শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও।

সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম। সূচনা বক্তব্য দেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. শরিয়তুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. আনজিম মাকসুদ।

জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় অন্যদের মধ্যে আলোচনা অংশ নেন সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, এনজিও প্রতিনিধি আমিনুল ইসলাম, অভিভাবক জননেগারসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজসেবা অফিসার ফিরোজ কবির।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে