রোববার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ডুমুরিয়ায় পাট চাষিদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
  ০৩ এপ্রিল ২০২৪, ১৪:২৮
ডুমুরিয়ায় পাট চাষিদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ

খুলনার ডুমুরিয়ায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১০ সংশোধিত) প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে উপজেলায় প্রকল্পভুক্ত পাট চাষীদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে রুদাঘরা ইউপি কার্যালয়ে পাট চাষিদের মাঝে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী তৌহিদুজ্জামান।

এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আশরাফ হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মোঃ কামরুল ইসলাম ও উপজেলা পাট অফিসার নিলয় মল্লিক।

জানা যায়, ৩০০ জন চাষীকে ১ কেজি করে পাট বীজ, ২০০জন চাষীকে ৫ কেজি করে আউশ ধানের বীজ এবং প্রত্যেক চাষীকে ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। পরে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ কর্মসূচীর চাল বিতরণের শুভ উদ্বোধন করেন ইউএনও মুহাম্মদ আল-আমিন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে