সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বীর মুক্তিযোদ্ধা আকতারুল ইসলামকে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  ০৩ এপ্রিল ২০২৪, ১৯:৩৭
বীর মুক্তিযোদ্ধা আকতারুল ইসলামকে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন

বগুড়ার সোনাতলায় বীর মুক্তিযোদ্ধা কে এম আকতারুল ইসলামের মৃত্যুতে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষের শোক সংবর্ধনা।

বুধবার (৩ এপ্রিল) তার নিজ বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে। আকতারুল ইসলাম উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর এলাকার মৃত কে এম হাসেন আলীর পুত্র। মত্যৃকালে তার বয়স ছিল ৬৯ বছর। পরিবারিক সূত্রে জানা যায় দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্টসহ নানা ধরনের রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক মেয়ে রেখে যান।

গত কয়েকদীন থেকে যাবৎ তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ২ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে মৃত্যু বরণ করেন।।

মৃত্যুর বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করলে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) প্রতিক মন্ডল এলাকায় উপস্থিত হয়ে পরিবারের সাথে কথা বলে সকাল ১০টার দিকে সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ সদস্য কর্তৃক গার্ড অফ অর্নার প্রদান করা হয়। এর পর জানাযা নামাজ শেষে দাফন কার্য সম্পন্ন হয়।

এসময় উপস্থিত ছিলেন দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহিদুল হক টুল্লু, বীর মুক্তিযোদ্ধা নূর আলম, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা খাজা নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা আলীম, বীর মুক্তিযোদ্ধা মুকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মাহফুজার রহমান শিপলু, সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহিদুল ইসলাস, সোনাতলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মিজানুর রহমান রনি, আবুল কালাম আজাদ বাবু, আব্দুস সালাম ও অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ মরহুমের জানাজা নামাজে উপস্থিত ছিলেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে