সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

সখীপুরে বিএনপির সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  ০৪ এপ্রিল ২০২৪, ১৯:৫১
সখীপুরে বিএনপির সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা

টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সাজুকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার মহানন্দপুর বাজারে এক সংবাদ সম্মেলনে কাকড়াজান ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠন আনুষ্ঠানিকভাবে অবাঞ্ছিত ঘোষণা করেন। স্বেচ্ছাচারিতা ও অগণতান্ত্রিকভাবে কাকড়াজান ইউনিয়ন বিএনপির নির্বাচিত কমিটি বিলুপ্তি ঘোষণা করার অভিযোগ এনে তাকে অবাঞ্ছিত করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কাকড়াজান ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক তালুকদার।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাকড়াজান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রশিদ খালেদ, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক হাজী ওসমান গনি, সাবেক আহবায়ক মিন্টু মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক তালুকদার লিখিত বক্তব্যে বলেন, উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সাজুর একক সিদ্ধান্তে বিএনপি পরিচালিত হচ্ছে। তার স্বেচ্ছাচারিতা মাত্রা দিনকে দিন ছাড়িয়ে যাচ্ছে। তার ইচ্ছা মতো বিশেষ সুবিধা নিয়ে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন ও স্থগিত করছেন। টাকার বিনিময়ে কমিটি গঠন করছেন এবং আওয়ামী লীগের শাসনামলের নির্যাতনে শিকার তাদের দলের বাইরে রেখে কমিটি গঠন করেন। একইভাবে অগণতান্ত্রিকভাবে কাকড়াজান ইউনিয়ন বিএনপির নির্বাচিত কমিটি সম্প্রতি বিলুপ্তি ঘোষণা করেন। যা গঠনতন্ত্রবিরোধী তিনি তা করতে পারেন না। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সাজুকে অবাঞ্ছিত ঘোষণা করেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে