রোববার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

পারকি সমুদ্র সৈকতকে আধুনিকায়নে মেঘা প্রকল্প নিচ্ছে সরকার : অর্থ প্রতিমন্ত্রী  

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৭ এপ্রিল ২০২৪, ১২:৫৬
পারকি সমুদ্র সৈকতকে আধুনিকায়নে মেঘা প্রকল্প নিচ্ছে সরকার : অর্থ প্রতিমন্ত্রী  

চট্টগ্রামের আনোয়ারা পারকি সমুদ্র সৈকতে মধুকৃষ্ণা ত্রয়োদশিতে মহাতীর্থ শ্রী শ্রী বারুনী স্নান উদযাপন কমিটির উদ্যোগে শনিবার সকালে শ্রী শ্রী চণ্ডী পাঠ গঙ্গা পূজা গীতা পাঠ ও পুষ্প যোগ্য মহাপ্রসাদ আর্স্বাদন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কল্লোল সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান।

উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজীব কুমার দেবনাথের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ডাক্তার নাসির উদ্দিন মাহমুদ, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল হক, এডভোকেট চন্দন বিশ্বাস, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট বাসন্তী প্রবা পাল আনোয়ারা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাগর মিত্র, আনোয়ারা উপজেলার ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী প্রদীপ দত্ত কনক, ডাক্তার সন্তোষ কুমার দে, আওয়ামী লীগ নেতা আবুল বশর, আজিজুল হক আজিজ শহীদ চেয়ারম্যান, নাজিম উদ্দিন চেয়ারম্যান অহিদুল আলম অহিদ, ফরিদুল কবির, সৌরভ চৌধুরী, নরুল আনোয়ার ইউপি সদস্য তৌহিদুল ইসলাম তৌহিদ, ইউপি সদস্য বিলকিস আক্তারসহ হিন্দু ধর্মাবলম্বী অসংখ্য নারী পুরুষ। দেড়শ বছর পূর্বে পারকি জলদাস পাড়ায় বারুনী স্নান শুরু হয়। বিগত ১৯ বছর ধরে বারুনী স্নান উদযাপন কমিটির উদ্যোগে পারকি সমুদ্র সৈকতে কার্যক্রম চলে আসছে।

পারকি সৈকতে বারুনী স্নানে আয়োজিত সভায় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, বিশ্বে বাংলাদেশের মতো ধর্ম নিরপেক্ষ এমন রাষ্ট্র আরেকটি নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শিখিয়েছেন ধর্ম যার যার রাষ্ট্র সবার, এই দেশের স্বাধীনতা সংগ্রামে প্রত্যেক ধর্মের মানুষ অংশগ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শুধু চট্টগ্রামের নয় সারা দেশের উন্নয়ন করছেন। তিনি আগামী ১শ বছরের পরিকল্পনা নিয়ে এ উন্নয়ন কাজ করছেন। পারকি সৈকতকে আধুনিকায়ন করতে মেঘা পরিকল্পনা করেছেন সরকার, এই প্রকল্পে বারুনী স্নানে কার্যক্রমের জন্য জমি বরাদ্দ রাখার চেষ্টা করব।

অর্থ প্রতিমন্ত্রী আরো বলেন, এতোদিন সরকারি চাকুরীজীবিরা শুধু চাকরি শেষে পেনশন পেতেন, এখন প্রধানমন্ত্রী সবার কথা চিন্তা করে সর্বজনীন পেনশন স্কিম চালু করেছেন। বৃদ্ধ বয়সে কোনো পিতা-মাতাকে সন্তানের দিকে চেয়ে থাকতে হবে না। আলোচনা সভা শেষে অর্থ প্রতিমন্ত্রী বারুনী স্নান কার্যক্রম পরিদর্শন করেন। পরে অর্থ প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলার শিকলবাহা খালের ভাঙন, বেড়িবাঁধ ও চরপাথরঘাটা নয়াহাট ব্রিজ পরিদর্শন করেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে