বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

সৈয়দপুরে অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  ০৯ এপ্রিল ২০২৪, ১৬:৩৪
ছবি-যায়যায়দিন

নীলফামারীর সৈয়দপুরে পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবীর ভিজিএফের চাল বিতরণের ৪ হাজার ৪শ; ২১টি কার্ড বিতরণে অনিয়মের প্রতিবাদে মঙ্গলবার (০৯ এপ্রিল) দুপুরে কাউন্সিলরদের নেতৃত্বে তাদের নির্বাচনী এলাকার কার্ড বঞ্চিত লোকজন শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণের পর সৈয়দপুর প্রেসক্লাবের সামনে খোরাক হোটেল চত্বরে এক প্রতিবাদ সভা করে।

মিছিল ও এ সভায় মেয়রের বিভিন্ন অনিয়ম তুলে ধরে বহিস্কারের দাবিতে শ্লোগান তুলে বক্তব্য রাখেন-ওয়ার্ড কাউন্সিলর যথাক্রমে শাহিন হোসেন, জোবায়দুর রহমান শাহিন, আব্দুল খালেক সাবু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুবিনা শাকিল।

এসময় আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর আনোয়ারুল ইসলাম মানিক, ফরহাদ হোসেন, জোবায়দুল ইসলাম মিন্টু প্রমূখ। এ ব্যাপারে জানতে মেয়র রাফিকা আকতার জাহানের মোবাইলে ফোন দেওয়া হলে পুরুষ কন্ঠের একজন ফোন রিসিভ করে মেয়র ঘুমাচ্ছেন জানালে তার কাছে জানতে চাইলে তিনিও ফোন কেটে দেন।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে