বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

বরুড়া পয়ালগাছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৮০ বছরপূর্তি অনুষ্ঠান

নতুনধারা
  ১২ এপ্রিল ২০২৪, ১৯:১০
ছবি : যায়যায়দিন

' যেথায় থাকুক যে যেখানে, বাঁধন আছে প্রাণে প্রাণে' এ শ্লোগান নিয়ে কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা বহুমুখী উচ্চবিদ্যালয়ের গৌরবের ৮০ বছর উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আজ শুক্রবার দিনব্যাপী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

এতে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা অংশ নেন। আলোচনা সভা, স্মৃতিচারনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে জমে ওঠে ওই অনুষ্ঠান। এতে দীর্ঘদিন পর সহপাঠীদের কাছে পেয়ে পুরানো সেইদিনের কথায় মাতিয়ে রাখে ওরা।

১২ এপ্রিল শুক্রবার সকাল ১০ টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। এরপর বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মঞ্জুরুল হক ( তুহিন) এর সভাপতিত্বে আলোচনা সভা হয়।

এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক ছাত্র বীর মুক্তিযোদ্ধা কুমিল্লা -৮(বরুড়া) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক নুরুল ইসলাম মিলন, বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ও কুমিল্লা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়ার এডমিরাল (অব:) আবু তাহের, কুমিল্লা -৮ আসনের সাবেক সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী, কুমিল্লার সাবেক কৌসুলি ( পিপি) কাজী নাজমুস সাদাত, উৎসবের আহবায়ক মঞ্জুরুল হক তুহিন, যুগ্ম আহবায়ক কাজী মিজানুর রহমান,চিকিৎসক মো: ইকবাল হোসেন ও রহমতুল্লাহ সোহাগ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পয়ালগাছা পোস্ট গ্র্যাজুয়েট কলেজের উপাধ্যক্ষ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী খালেদ কামাল চৌধুরী, প্রধান শিক্ষক মোঃ শাহজালাল ও মাহিনুর সুলতানা।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে