শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
বাংলা নববর্ষ উপলক্ষ্যে

ব্রাহ্মণবাড়িয়ায় কারাগারের বন্দীদের মধ্যে খাবার পরিবেশন

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  ১৫ এপ্রিল ২০২৪, ১৬:৫৯
ব্রাহ্মণবাড়িয়ায় কারাগারের বন্দীদের মধ্যে খাবার পরিবেশন

বাংলা নববর্ষ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে থাকা প্রায় ১ হাজার ৩০০ বন্দীর মাঝে গণপূর্ত মন্ত্রী র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির পক্ষে উন্নত খাবার পরিবেশন করা হয়েছে। রোববার দুপুরে গণপূর্ত মন্ত্রীর পক্ষ থেকে এই খাবার বিতরণ করা হয়।

খাবারের মধ্যে ছিল পোলাও, গরুর মাংস, মুরগির ফ্রাই ও মাংস, বিভিন্ন ধরনের ভর্তা, সালাদ ও তরমুজ।

এসময় উপস্থিত ছিলেন জেল সুপার মোঃ শহিদুল ইসলাম, কারা পরিদর্শক এম সাইদুজ্জামান আরিফ, কারাপরিদর্শক অধ্যক্ষ সোপানুল ইসলামসহ কারাগারে অন্যান্য কর্মকর্তারা।

এ ব্যাপারে জেল সুপার মোঃ শহিদুল ইসলাম জানান, বাংলা নববর্ষ উপলক্ষ্যে মাননীয় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর পক্ষ থেকে কারাগারে বন্দীদের মাঝে উন্নত খাবার পরিবেশন করা হয়েছে।

এরমধ্যে পরুষ ছাড়াও নারী-শিশু ছিল। মানবিক দিক বিবেচনা করে তিনি এই উদ্যোগ নিয়েছেন। তাঁর পক্ষ থেকে আমরা এসব বিতরণ করেছি।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে