শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

মেলান্দহে ইজিবাইক উল্টে শিশু নিহত

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
  ১৬ এপ্রিল ২০২৪, ১৬:৪৩
মেলান্দহে ইজিবাইক উল্টে শিশু নিহত

জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় আয়াত (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার মালঞ্চ বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়াত মালঞ্চ গ্রামের দক্ষিণ পাড়ার মো: আমির হামজার ছেলে।

স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে আমির হামজা ও তার পরিবারের লোকজন আয়াতের চাচার বিয়ের পাত্রী দেখতে বাড়ী থেকে বের হয়ে স্থানীয় মালঞ্চ বাজার মোড়ে গাড়ীর জন্য অপেক্ষা করতে থাকে।

এসময় একটি ব্যাটারী চালিত ইজিবাইক ঘোড়ানোর সময় নিয়ন্ত্রন হারিয়ে উল্টে শিশু আয়াতের উপর পড়ে।

এতে আয়াত মাথায় প্রচন্ত আঘাত প্রাপ্ত হয়। স্থানীয়রা শিশু আয়াতকে আশংকা জনক অবস্থায় উদ্ধার করে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশু আয়াতের মৃত্যু হয়।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাজু আহাম্মদ জানান, দুর্ঘটনায় একজন শিশু নিহত হয়েছে। এখনো কোন অভিযোগ পায়নি। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে