শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও ইমিগ্রেশন কার্যক্রম বন্ধের ঘোষণা

জৈন্তাপুর প্রতিনিধি
  ১৭ এপ্রিল ২০২৪, ১৯:০৫
তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও ইমিগ্রেশন কার্যক্রম বন্ধের ঘোষণা

তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও ইমিগ্রেশন কার্যক্রম বন্ধের ঘোষণা করা হয়েছে। আগামী ১৮-১৯ এপ্রিল ২০২৪ ইং তারিখে ০২ (দুই) দিন ভারতের ১৮ তম সাধারণ লোকসভা নির্বাচন-২০২৪ খ্রি: উপলক্ষে তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ থাকবে বলে ভারতীর ডাউকি ইমিগ্রেশন পুলিশ মৌখিক ভাবে তামাবিল ইমিগ্রেশন পুলিশ-কে অবহিত করেছেন। তবে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ (লিখিত ভাবে) বিষয়'টি অবগত করেন নাই।

বিষয়'টি নিশ্চিত করেছেন তামাবিল ইমিগ্রেশন পুলিশের (ইনচার্জ) রুনু মিয়া।

তিনি জানান, লিখিত আদেশ পাওয়া যায় নাই।

জানাগেছে, ভারতের ১৮ তম সাধারণ লোকসভা নির্বাচন ১৯ এপ্রিল থেকে ১ জুন ২০২৪ পর্যন্ত ০৭ (সাত) টি ধাপে অনুষ্ঠিত হবে ।

উল্লেখ্য, তামাবিল স্থলবন্দরের বিপরীতে অবস্থিত ভারতের মেঘালয় রাজ্যের ০২ (দুই)'টি লোকসভা আসনে ১ম ধাপে আগামী ১৯/০৪/২০২৪ ইং তারিখ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে