মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে মুজিবনগর দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  ১৭ এপ্রিল ২০২৪, ২১:০৪
চাঁপাইনবাবগঞ্জে মুজিবনগর দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জ এ আয়োজিত 'ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা' শীর্ষক আলোচনা সভা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহাবুব- উল-ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক একে এম গালিভ খাঁন।

বিশেষ অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ আব্দুস সামাদ, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ,প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার) মোঃ আবুল কালাম সাহিদ।

ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা' বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক একে এম গালিভ খাঁন ও বিশেষ অতিথিগণ।

এসময় বীরমুক্তিযোদ্ধাগণ, সিভিল সার্জন ডাঃ মোঃ এস এম মাহমুদুর রশিদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মোজাহার আলী প্রাং, জেল সুপার মোঃ শরিফুল ইসলাম, সহকারী কমিশনার মোঃ আমিনুল ইসলাম, গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ রোকসানা আহমদ বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধি, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে