শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

মহাদেবপুরে জনতা ব্যাংক পুনঃস্থাপনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

বরেন্দ্র অঞ্চল (নওগাঁ) প্রতিনিধি
  ২০ এপ্রিল ২০২৪, ১৩:৩৬
মহাদেবপুরে জনতা ব্যাংক পুনঃস্থাপনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নওগাঁ মহাদেবপুর উপজেলার ঐতিহ্যবাহী পাঁটাকাটা হাটে জনতা ব্যাংকটি প্রায় ৫০ বছর ধরে চলা ব্যাংকিং চালিয়ে আসার পর হঠাৎ করেই গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতের আঁধারে মান্দা উপজেলার সতিহাট বাজারে স্থানান্তর করা হয়েছে। এতে এলাকাবাসী ও গ্রাহকেরা চরম ক্ষোভ প্রকাশ করেন।

জনতা ব্যাংকের পাঁটাকাটা হাটের এ শাখাটি পুন:স্থাপনের দাবীতে শুক্রবার বিকেলে ব্যাংক চত্ত¡রে মানববন্ধন করে এলাকাবাসি। এ মানববন্ধনে ব্যাংকের গ্রাহক, স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

জনতা ব্যাংকের এ শাখাটি পুন:স্থাপনের দাবী জানিয়ে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ ময়নুল ইসলাম, পাঁটাকাটা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলাম, পাঁটাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, পাঁটাকাটা বাজার বণিক সমিতির সভাপতি আমজাদ হোসেন, ব্যবসায়ী শামসুল ইসলাম প্রমুখ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে