রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে হলিল্যান্ড কলেজে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন হুইপ

দিনাজপুর প্রতিনিধি
  ২১ এপ্রিল ২০২৪, ২০:০৭
দিনাজপুরে হলিল্যান্ড কলেজে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন হুইপ

দিনাজপুর হলিল্যান্ড কলেজের ৬ তলাবিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

রবিবার (২১ এপ্রিল-২০২৪) সকাল ১১টায় সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের অন্তর্গত সুবরা এলাকায় প্রধান অতিথি হিসেবে হলিল্যান্ড কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম।

এর আগে একাডেমিক ভবন প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

হলিল্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর মোঃ আব্দুর রউফ'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মমিনুল করিম।

অনুষ্ঠানে হলিল্যান্ড কলেজের পরিচালক সায়েম আহমেদ মিঠু, মোঃ আফজাল হোসেন, একেএম মাহফুজুল ইসলাম বিজয়, ব্যবস্থাপনা পরিচালক মোঃ সালাহ উদ্দীন খোকন, কলেজের অধ্যক্ষ মোঃ জহির উল্লাহ, দিনাজপুর শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. এসএম শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জেমী, সাবেক সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজুসহ অন্যান্য অতিথি, কলেজ পরিচালনা কমিটির অন্যান্য সদস্য, কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দিনাজপুর হলিল্যান্ড কলেজ বৃহত্তর দিনাজপুর জেলায় সম্পূর্ণ ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে