সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

নাগেশ্বরীতে চরাঞ্চলের সুবিধাবঞ্চিতদের মাঝে ভেড়া বিতরণ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  ২৪ এপ্রিল ২০২৪, ১২:১২
নাগেশ্বরীতে চরাঞ্চলের সুবিধাবঞ্চিতদের মাঝে ভেড়া বিতরণ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সরাঞ্চলের সুবিধাবঞ্চিতদের মাঝে ভেড়া বিতরণ করা হয়েছে। উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরেনারী হাসপাতালের আয়োজনে বুধবার সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কার্যালয়ের সামনে ৫০ জন অসচ্ছল সুফল ভোগির মাঝে ৩টি করে মোট ১৫০টি ভেড়া বিতরণ করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, জেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. শামসুর রহমান সুমন সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন প্রমুখ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে