রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ভাঙ্গায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ ও মোনাজাত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
  ২৫ এপ্রিল ২০২৪, ১৭:৩৮
ভাঙ্গায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ ও মোনাজাত

ফরিদপুরের ভাঙ্গায় তাপদাহের প্রভাবে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। জনজীবনে নেমে এসেছে অস্বস্তি ‌। ফসলের মাঠে কৃষকেরা কাজ করতে হিমশিম খাচ্ছে। প্রচন্ড গরমে নিম্ন আয়ের মানুষের বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়েছে।এমন পরিস্থিতিতে ভাঙ্গায় তৌহিদী জনতার উদ্যোগে বৃষ্টির জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছে শত শত ধর্মপ্রাণ মুসলমান। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল দশটায় ভাঙ্গা সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজ মাঠে স্থানীয় তৌহিদি জনতার উদ্যোগে বৃষ্টির জন্য সালাতুল ইসতিসকা নামাজ এবং বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। উক্ত নামাজ এবং মোনাজাতে কয়েকশত স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। বিশেষ নামাজ ও মোনাজাত পরিচালনা করেন তাড়াইল এ এস আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা মোঃ আনোয়ার হোসেন। মোনাজাত পরিচালনাকালে উপস্থিত জনতা অশ্রু সজল চোখে দু'হাত তুলে আল্লাহর উদ্দেশ্যে বৃষ্টি প্রার্থনা করেন। নামাজের পূর্বে বক্তব্য রাখেন আলগি ইউনিয়নের বরদিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মোঃ মহিউদ্দিন। বিশেষ মোনাজাত পরিচালনা শেষে নামাজ পরিচালনাকারী ইমাম মাওলানা মোঃ আনোয়ার হোসেন বলেন, প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে মানুষের জীবন দিশেহারা হয়েছে। আমরা পরম করুনাময় আল্লাহর কাছে এ অবস্থা থেকে মুক্তি পেতে সালাতুল ইসতিসকা নামাজের এবং দোয়ার আয়োজন করেছি। আমরা পরম করুনাময়ের কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের এই দুঃসহ অবস্থা থেকে মুক্তি দেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে