রোববার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

কুতুবদিয়ায় কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

কুতুবদিয়া কক্সবাজার প্রতিনিধি
  ২৫ এপ্রিল ২০২৪, ১৮:২২
কুতুবদিয়ায় কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

কক্সবাজারের কুতুবদিয়ায় ব্রি-ধান ৮৮ জাতের ধান রোপণের কৃষকদের উদ্বুদ্ধ করতে প্রদর্শনী এবং মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে লেমশীখালী এলাকায় ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত বোরো ধান প্রদর্শনীর এই মাঠ দিবসে লেমশীখালী ইউনিয়নের ইউপি সদস্য আরিফুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম। এসময় তিনি বলেন, ব্রি ধান ৮৮ এর ফলন খুব ভালো। হেক্টর প্রতি ফলন ৮ মে.টন। ব্রি ধান-৮৮ নামে নতুন জাতটির ফলন একই মৌসুমের সবচেয়ে জনপ্রিয় ব্রি ধান-২৮'র চেয়ে হেক্টরে অধা টন বেশি হয়। তবে, ৪-৫ দিন আগে কাটা যায়। চাল মাঝারি চিকন এবং ভাত ঝরঝরে হয়। এই ব্রি ধান-৮৮ রোপণের জন্য সকলকে আহবান জানান তিনি।

এছাড়া,অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার বিউটিসহ,উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং শতাধিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে