রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

কেন্দুয়ায় কালবৈশাখী ঝড়ে ভেঙে গেছে শিক্ষা প্রতিষ্ঠান

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
  ০৬ মে ২০২৪, ১৫:৩৯
ছবি: যায়যায়দিন

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় কালবৈশাখী ঝড়ে ভেঙে গেছে হাসিনা-সাহিদ মাধ্যমিক মডেল একাডেমির একটি টিনের ভবন।

রোববার (৫ মে) সন্ধ্যায় উপজেলার গড়াডোবা ইউনিয়নের হাসিনা-সাহিদ মাধ্যমিক মডেল একাডেমির একটি টিনের ভবন ঝড়ে ভেঙে পড়েছে বলে জানা যায় স্থানীয় সূত্রে ৷ এতে করে শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যহত হওয়ার আশংকা দেখা দিয়েছে ।

সোমবার (৬ মে) সকাল ১০ ঘটিকায় জরুরি ভিত্তিতে প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার । এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পি আই ও কর্মকর্তা আজিজুর রহমান, গড়াডোবা ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান খান সোহাগসহ স্থানীয় ব্যক্তিবর্গ ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘরটি পুনঃনির্মাণে ত্রানের টিন সহায়তা প্রদানে আশ্বস্ত করেছি এবং শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে