সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সরাইল উপজেলা নির্বাচন ভোটগ্রহণ শুরু

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  ০৮ মে ২০২৪, ১১:১৮
ছবি: যায়যায়দিন

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৮টা থেকে দুই উপজেলার ৮১টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকেলে ৪ টা পর্যন্ত। সকাল থেকেই কেন্দ্রগুলোতে নারী, পুরুষসহ তরুণ ভোটাররা থেমে থেমে এসে ভোট প্রদান করছে। এছাড়াও ভোটকে ঘিরে সর্বত্র উৎসব আমেজ বিরাজ করছে। সরাইল উপজেলার নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ ও ৪ মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রতদ্বন্ধিতা করছেন।

এদিকে নির্বাচনকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রতিটি কেন্দ্রের নিরপত্তায় দায়িত্ব পালন করছেন।

সরাইল থানা অফিসার ইনচার্জ একরামুল ইসলামধক জানান, নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় ৫৪৫ জন পুলিশ, ৩ প্লাটুন বিজিবি, র‌্যাব ও আনসার বাহিনীর পাশাপাশি ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

উল্লেখ, সরাইল উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭০ হাজার ৬০০ জন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে