সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত

পঞ্চগড় প্রতিনিধি
  ০৮ মে ২০২৪, ১২:১১
-ফাইল ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবকের নিহতের খবর পাওয়া গেছে।

নিহতরা হলেন, একই উপজেলার মাগুড়া গ্রামের জুনু মিয়ার ছেলে জলিল (২৪) ও তিরনইহাটের ব্রম্মতল গ্রামের কেতাব আলীর ছেলে ইয়াসীন আলী (২৩)। বুধবার (৮ মে) সকালে উপজেলার খয়খাটপাড়া এলাকার সীমান্তে এ ঘটনাটি ঘটে।

ঘটনার পর ভারতীয় থানা পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার জানান, ঘটনাটি শুনেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গরু চোরাচালানের সাথে যুক্ত ছিল ওই দুই যুবক সীমান্ত পেরিয়ে ভারতে গিয়েছিল। বিষয়টি বিজিবির তাই বিশেষ কিছু বলতে পারছি না।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়েনের অধিনায়ক লে. কর্নেল যুবায়েদ হাসান দুই যুবকের নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই যুবকের পরিচয় পাওয়া গেছে।

পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হলে লাশ ফেরত আনাসহ প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। এজন্য বিএসএফের সাথে যোগাযোগ করা হচ্ছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে