রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

গাজীপুর সদর উপজেলায় ভোটগ্রহণ চলছে, উপস্থিতি কম

গাজীপুর (সদর) প্রতিনিধি
  ০৮ মে ২০২৪, ১২:৫৯
ছবি: যায়যায়দিন

৬ষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে গাজীপুর সদর উপজেলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে জানান প্রিজাইডিং কর্মকর্তারা।

উপজেলার পিরুজালী উচ্চ বিদ্যালয়, তালতলী মডার্ন, মনিপুর উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় ভোটারের কোন দীর্ঘ লাইন নেই। তবে ভোটার আসছে তুলনামূলক ভাবে কম। ভোট উৎসবমুখর না হলেও শান্তিপূর্ণ হচ্ছে। এখন পর্যন্ত কোন রকম অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পিরুজালী আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা কাজী সাইদুর রহমান জানান, সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। তবে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম দেখা যাচ্ছে। ৮টা বেলা ১২টা পর্যন্ত ৫ শতাংশ ভোট পড়েছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে জানান।

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড়, পিরুজালী, মির্জাপুর ও বাড়িযা ইউনিয়নে ভোট গ্রহন চলছে। এই চারটি ইউনিয়নে ভোটার সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ৫'শ পয়ত্রিশটি। মোট ৪৯টি কেন্দ্রে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে