সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

রামগ‌ড়ে উৎসবমুখর প‌রি‌বে‌শে ভোটগ্রহণ চল‌ছে

রামগড় (খাগড়াছ‌ড়ি) প্র‌তি‌নি‌ধি
  ০৮ মে ২০২৪, ১৩:৪৩
ছবি: যায়যায়দিন

রামগড় উপজেলা পরিষদ নির্বাচনে ২০টি কেন্দ্রে উৎসবমুখর প‌রি‌বে‌শে শা‌ন্তিপূর্ণভা‌বে সকাল ৮টা থে‌কে ভোটগ্রহণ চল‌ছে। বিকাল ৪টা পর্যন্ত চল‌বে ভোটগ্রহণ।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বা‌হিনীর পাশাপাশি র‌্যা‌বের এক‌টি ইউ‌নিট ও ৬ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। এক‌টি পৌরসভা দু‌টি ইউ‌নিয়‌নের ২০‌টি কে‌ন্দ্রের ৯১‌টি ক‌ক্ষে ২৩ হ‌জার ৮ শ ৩২ জন পুরুষ ২২ হাজার ৮ শ ৮৭ জন নারী ভোটার তা‌দের ভোটা‌ধিকার প্র‌য়োগ কর‌বেন। সকাল নয়টার সময় পৌরসভার সদুকার্বারী পাড়া, চৌধু‌রি পাড়া, ভৃগুরাম কারবা‌রি পাড়া , রামগড় ইউ‌নিয়‌নের পূর্বব‌লিপাড়া, খাগড়া‌বিল, লামকু পাড়া, কেন্দ্র ঘু‌রে দেখা যায়, পরিদ‌র্শিত কেন্দ্রের দু এক‌টি বুথ ছাড়া সকল বু‌থের সাম‌নে ভোটারের দীর্ঘ লাইন। ভোটাররা নির্বি‌ঘ্নে তা‌দের ভোটা‌ধিকার প্র‌য়োগ ক‌রেন।

নির্বাচন অ‌ফিস সূ‌ত্রে জানা যায়, কেন্দ্রসমূ‌হে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সকল কেন্দ্রেই শান্তিপূর্ণ সুস্থ ভোটগ্রহ‌ণের সকল প্রস্তু‌তি র‌য়ে‌ছে নির্বাচনের কমিশনের। উপ‌জেলা নির্বাচন কর্মকর্তা জ‌মির উ‌দ্দিন ব‌লেন, ১৬ টি স্থায়ী ও ৪ টি অস্থায়ী ভোট কে‌ন্দ্রের ৯১‌টি বু‌থে এ উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নে ভোটগ্রহণ চল‌ছে। কেন্দ্র‌সমূ‌হে নিরাপদ ভোটগ্রহ‌ণের জন্য প্র‌য়োজনীয় ব‌্যবস্থা গ্রহণ করা হ‌য়ে‌ছে।

ভোটগ্রহণ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ২ মে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. শহিদুজ্জামান বলেন, অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট গ্রহণ সম্পন্ন করতে পুলিশ, বিজিবি আনসারসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিয়োজিত থাকবে।

জেলা পুলিশ সুপার মুক্তাধর বলেন, জাল ভোট প্রদানকারীকে আইনের আওতায় এনে বিচার করা হবে। যদি কোন কর্মকর্তা কোন প্রার্থীর হয়ে কাজ করে বা জাল ভোট প্রদানে সহায়তার সংশ্লিষ্টতা পাওয়া যায় তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। । ষষ্ঠ উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নের ৮ মে প্রথম ধা‌পের নির্বাচ‌নে রামগড় উপ‌জেলায় চেয়ারম্যান প‌দে বিশ্ব প্রদীপ কুমার কারবারী (আনারস) মো. আব্দুল কাদের (দোয়াত কলম) কংজঅং মারমা(ঘোড়া)। ভাইস চেয়ারম্যান প‌দে মো. আনোয়ার ফারুক(টিয়া), মো. ওমর ফারুক (মাইক), মো. নূরুল আমিন( টিউবওয়েল), মো. শামছুদ্দিন মিলন (তালা), মো. মোবারক হোসেন ( চশমা)।মহিলা ভাইস চেয়ারম্যান প‌দে নাছিমা আহসান নীলা (প্রজাপতি), হাছিনা আক্তার (কলস) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে