সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

দায়িত্বে অবহেলার অভিযোগে দুর্গাপুরে প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  ০৮ মে ২০২৪, ১৬:৫৫
দায়িত্বে অবহেলার অভিযোগে দুর্গাপুরে প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার

দায়িত্বে অবহেলার অভিযোগে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার আনোয়ার হোসেন খানকে প্রত্যাহার করা হয়েছে।

আজ বুধবার (০৮ মে) দুপুরের দিকে ভোট গ্রহণ চলাকালে পরিদর্শনে গিয়ে কর্মকর্তারা কাজে গাফিলতির প্রমাণ পাওয়ায় এই নির্দেশ প্রদান করেন বলে জানা গেছে।

জানা গেছে,উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের ওই কেন্দ্রে গিয়ে দুপুরে পলক্ষিত হয় ১০ টি বুথের কথা থাকলেও সেখানে ৯ টি বুথ করা হয়। সেইসাথে বরাদ্দকৃত টাকার সঠিক ব্যবহার না করার কারণে প্রিজাইডিং অফিসার আনোয়ার হোসেন খানকে প্রত্যাহার করা হয়। পরে ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার সৌরভ সাহাকে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেয়া হয়।

এ ব্যাপারে দুর্গাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তপন চন্দ্র শীল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,যতগুলো বুথ তৈরি করার কথা ছিল ততোগুলো করেনি এ জন্য তাকে প্রত্যাহার করা হয়েছে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে