সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বিরামপুরে উপজেলা নির্বাচন সমাচার দিনাজপুর জেলা প্রতিনিধির সাথে

বিরামপুর প্রতিনিধি
  ০৮ মে ২০২৪, ১৭:০৩
বিরামপুরে উপজেলা নির্বাচন সমাচার দিনাজপুর জেলা প্রতিনিধির সাথে

দিনাজপুরের বিরামপুরে উৎসব মুখর পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহন চলছে। অত্র উপজেলায় চেয়ারম‍্যান পদে ২ জন, মহিলা ভাইস চেয়ারম‍্যান পদে ৫ জন ও পুরষ ভাইস চেয়াম‍্যান পদে ৪জনসহ সর্বমোট ১১ জন প্রার্থী নিজনিজ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম‍্যান পদে আনারস প্রতিকে আলহাজ্ব হাফেজ মোঃ মতিউর রহমান ও ঘোড়া প্রতিকে মোঃ পারভেজ কবীর। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাস প্রতিকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ উম্মে কুলছুম বানু, বৈদ‍্যুতিক পাখা প্রতিকে মোছাঃ আমেনা বেগম, কলস প্রতিকে মোছাঃ খাতিজা বেগম ইতি ও ফুটবল প্রতিকে মোছাঃ রেবেকা সুলতানা প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে সাবেক ভাইস চেয়ারম্যান টিয়া পাখি প্রতিকে মোঃ মেজবাউল ইসলাম, চশমা প্রতিকে মোঃ আতাউর রহমান, টিউবওয়েল প্রতিকে খোরশেদ আলম (মানিক), বই প্রতিকে মোঃ আব্দুল হাই ও তালাচাবী প্রতিকে মোঃ শাহেদ আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন।প্রথম ধাপে অনুষ্ঠিত উপজেলা নির্বাচন ভোটে উপজেলার বেশ কয়েকটি কেন্দ্রে গিয়ে বোটারদের উপস্থিতি খুব কম লক্ষকরা গেছে। এ সময় মহিলা ভোটালদের উপস্থিতি বেশ লক্ষনিয় ছিল।

৮ মে উপজেলার ২নং কাটলা ইউনিয়নের কাটলা ৫ নং- ওয়ার্ডের কাটলা উচ্চ বিদ‍্যালয় ২৭ নং-ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ আবু বক্কর সিদ্দীক এ প্রতিনিধিকে জানান, অত্র কেন্দ্রে নারী ও পুরুষসহ সর্বমোট ২ হাজার ছয়শত দশজন ভোটার। সকাল সাড়ে ১১ টা পর্যন্ত ৫% ভোট ভোটাররা প্রদান করেছে বলে তিনি জানিয়েছেন।

ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উত্তর দাউদপুর ভোট কেন্দ্রের পিজাইডিং অফিসার মোঃ আব্দুল ওয়াহেদ জানান, সকাল সাড়ে ১১টা পর্যন্ত অত্র ভোট কেন্দ্রে ৬৫ জন বোটার ভোট প্রদান করেছেন।

ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ২৬ নং ভগবতিপুর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ ফারুক-ই- আজম জানান, অত্র ভোট কেন্দ্রে সর্বমোট ২ হাজার ১২ জন ভোটার। বেলা ১টাই পর্যন্ত ২২.৮%ভোটার বোট প্রদান কলেছে। ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে দক্ষিণ দাউদপুর, ৬নং ওয়ার্ড দামদরপুরসহ বেশ কয়েকটি ওয়ার্ডের ভোটকেন্দ্র ভোটারদের উপস্থিতি খুব কম লক্ষকরা গেছে।

অন‍্যদিকে উপজেলার জোতবানী ইউনিয়নের কেটরা উচ্চ বিদ‍্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ মাসুদুর জ্জামান জানান, অত্র ৬০ নং কেন্দ্রের ৩ নং ওয়ার্ডে সর্বমোট ২ হাজার ৮ শত ৩৯ জন ভোটার। বিকেল ৩টা পর্যন্ত অত্র কেন্দ্রে ১ হাজার ৪শত ৫০ জন ভোটার ভোট প্রদান করেছেন। যা ৫০% প্লাস ভোট পড়েছে।

এ সংবাদ পরিবেশন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়টি।।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে