সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ভোট কেনার সময় টাকাসহ ইউপি চেয়ারম্যান আটক 

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  ০৮ মে ২০২৪, ১৭:০৩
ছবি-যায়যায়দিন

সিরাজগঞ্জের বেলকুচিতে ভোটারদের প্রলুব্ধ করে অর্থের বিনিময়ে ভোট কেনার সময় দোয়াতকলম প্রার্থীর এজেন্ট ও সমর্থক ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলামকে হাতেনাতে আটক করেছে ডিবি পুলিশ।

বুধবার (৮মে) দুপুরে বেলকুচির তামাই পশ্চিম পাড়ার ভোট কেন্দ্র থেকে ৯৪ হাজার নগদ টাকাসহ তাকে আটক করা হয়।

আটক চেয়ারম্যান জহুরুল ইসলাম স্থানীয় এমপি আব্দুল মমিন মন্ডল সমর্থিত দোয়াতকলমের প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম সরকারের সমর্থক বলে জানা গেছে। আটককৃতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের বিয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সিরাজগঞ্জ ডিবি পুলিশের ওসি জুলহাচ উদ্দিন দুপুরে জানান, ‘ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে ভোটারদের প্রলুব্ধ করে দোয়াতকলম প্রার্থী আমিনুল ইসলাম সরকারের পক্ষে প্রকাশ্যে অর্থের বিনিময়ে ভোট কিনছিলেন ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম। গোপন খবর পেয়ে আমরা তামাই পশ্চিম পাড়া ভোট কেন্দ্রে গিয়ে তাকে হাতেনাতে আটক করে পুলিশ। এসময় তার নিকট থেকে ৯৪ হাজার টাকা জব্দ করা হয়।’

বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র ও সাবেকমন্ত্রীর পত্নী বেগম আশানুর বিশ্বাস বলেন, ‘স্থানীয় এমপি আব্দুল মমিন মন্ডল সমর্থিত দোয়াতকলমের প্রতিকের প্রার্থী আমিনুল ইসলাম সরকার শুধু তামাই নয় বেলকুচির ধুকুরিয়াবেড়া ইউিনিয়নের ধুলদিয়ার ও সাতলাঠিসহ প্রায় কেন্দ্রেই বেলকুচি থানা পুলিশের সামনেই প্রকাশ্যে ভোট কিনছেন।

তামাই কেন্দ্রে ভাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান জহুরুল ও ধুকুরিয়া ইউনিয়ন হেলাল চেয়ারম্যান সাতলাঠি কেন্দ্রে দোয়াতকলমের প্রার্থী আমিনুলের পক্ষে টাকা দিয়ে ভোট কিনছেন বলে স্থানীয় লোকজন আমাদের জানিয়েছেন।’

সিরাজগঞ্জের বেলকুচি, সদর ও কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘টাকার বিনিময়ে ভোটারদের প্রলুব্ধ করে ভোট কেনার দায়ে ভাঙ্গবাড়ি ইউপি চেয়ারম্যান জহুরুলকে ডিবি পুলিশ আটক করেছে। নির্বাচন বিধি অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটগন তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবেন। ’

পুলিশ সুপার মো: আরিফুর রহমান মন্ডল বলেন, ‘চেয়ারম্যান হেলালের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ আমরাও স্থানীয়ভাবে পেয়েছি। বিষয়টি যাচাই-বাচাই করে দেখা হচ্ছে।’

এ প্রসঙ্গে এমপি আব্দুল মমিন মন্ডল সমর্থিত দোয়াতকলমের প্রতিকের চেয়ারম্যান প্রার্থী অভিযুক্ত আমিনুল ইসলাম সরকারেরদাবি, ‘আমার নামে প্রতিপক্ষের লোকজন অপপ্রচার করছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে