সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ভোটারদের ভোট কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ায় দুজন আটক

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্র‌তি‌নি‌ধি
  ০৮ মে ২০২৪, ১৭:০৯
ছবি-যায়যায়দিন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা নির্বাচনে ভোটারদের ভোট কেন্দ্রে প্রবেশে বাধা, হুমকি-ধামকির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ভ্রাম্যমান আদালত আবু সিদ্দিক না‌মে এক ইউ‌পি সদস্য‌কে ৭ দি‌নের কারাদন্ড দি‌য়ে‌ছে। এসব ঘটনার সা‌থে জ‌ড়িত পুলিশ আ‌রো ২ জনকে আটক করে থানায় নি‌য়ে‌ছে।

বুধবার সকালে জীবননগর ও দামুড়হুদা থেকে তাদের আটক ও কারাদন্ড দেওয়া হয়।

দ‌ন্ডিত আবু সিদ্দিক দামুড়হুদা উপ‌জেলার কুড়ুলগা‌ছি ইউ‌নিয়‌নের প্যানেল চেয়ারম্যান ও ২ নং ওয়ার্ড ইউপি সদস্য।

আটককৃতরা হল দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি ইউনিয়ানের চ‌ন্ডিপুর গ্রা‌মের আব্দুর রাজ্জাক।

দামুড়হুদা-জীবননগর সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা জানান, দামুড়হুদা কুড়ালগাছি ইউপির মেম্বার আবু সিদ্দিক আনারস প্রতীকের প্রার্থী আলি মুনছুর বাবুর পক্ষে কাজ করছে।

সকালে ভোট শুরু হলে তিনি প্রভাব বিস্তার করে ভোটারদের চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রবেশে বাধা দেয়। এ ঘটনায় পুলিশ তাকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমান আদালতেরর বিচারক সহকারী কমিশনার সাইফুল ইসলাম সাইফ ৭ দিনের কারাদন্ড দেন।

উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. মোতাওয়াক্কিল রহমান জানান, ভোর থেকে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌছানো হয়। সকাল ৮ টায় উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বৈরি আবহাওয়ার কারণে শুরুতে ভোটার উপস্থিতি কম ছিল। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়ছে। দুপুর ২ টা পর্যন্ত দামুড়হুদা উপ‌জেলায় ১৪ শতাংশ ও জীবননগর উপ‌জেলায় ১৭ শতাংশ ভোট পোল হ‌য়ে‌ছে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা বলেন, আমরা সার্বক্ষণিক টিম নিয়ে পর্যবেক্ষণে আছি। কয়েক যায়গায় অপ্রিতিকর ঘটনা ছাড়া পরিস্থিতি স্বভাবিক আছে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান (পিপিএম-সেবা) বলেন, মোট ৩ জনকে আটক করা হয়েছে। একজনকে ৭ দিনের করাদন্ড প্রদান করেছেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহাদয়। আরেক দু'জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

দামুড়হুদা উপ‌জেলার চ‌ন্ডিপুর সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয় কে‌ন্দ্রে চিহৃত প্র‌তিপ‌ক্ষের ভোটার‌দের ভোট কে‌ন্দ্রে আস‌তে বাঁধাদানের ঘটনায় ইউ‌পি সদস্য আবু সিদ্দিক ও আব্দুর রাজ্জাক হাতাহা‌তি‌তে জ‌ড়ি‌য়ে প‌ড়েন। এসময় ভোট কে‌ন্দ্রের বাই‌রে পু‌লিশ তাদেরকে আটক ক‌রে। প‌রে ভ্রাম্যমান আদালত ইউপি সদস্যকে ৭ দি‌নের কারাদন্ড‌দেন।

উল্লেখ্য, দামুড়হুদা উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দামুড়হুদায় মোট ভোটার ২ লাখ ৪৭ হাজার ৮২০ জন। নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৯৪১ জন ও পুরুষ ভোটার ১লাখ ২৪ হাজার ৮৭৯ জন। ৯৬টি কেন্দ্র ভোট গ্রহণ সম্পর্ণ হবে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে