সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ভোট বিমুখতা

সরাইলে একটি কেন্দ্রে ১ ঘন্টা ২২ মিনিট পর পড়লো প্রথম ভোট

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  ০৮ মে ২০২৪, ১৮:১৫
ছবি-যায়যায়দিন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর বহুমুখি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের একটি বুথে ভোট শুরুর ১ ঘন্টা ২২ মিনিট পরে প্রথম ভোট দিলেন রীনা আক্তার নামে এক ভোটার। সকাল ৯টা ২২ মিনিটের সময় রীনা আক্তার তার ভোট প্রদান করেন।

সকাল ৮টায় ভোট শুরুর পর ৯টা ২২ মিনিটে রীনা আক্তার প্রথম ভোট দেন। রীনা আক্তার ব্যালট পেপারের সাথে নিজের এনআইডি কার্ডও ব্যালট বাক্সের ভেতরে ফেলে দেওয়ার সময় কেন্দ্রের দায়িত্বরতদের ডাক চিৎকারে তিনি থামলেন। বুঝানো হলো এনআইডি ফেলতে হবে না।

শাহবাজপুর বহুমুখি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১২টি বুথ। সকাল ৯টা ২২ মিনিট পর্যন্ত এই কেন্দ্রের ১২টি বুথে ভোট পরে ১৩৪টি। এই কেন্দ্রের মোট ভোটার ৪৯২৬ জন।

এ ব্যাপারে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোঃ এবাদুল হক বলেন, “মহিলারা হয়তো রান্না সেরে আসবেন”। সময় বাড়ার সাথে সাথে ভোটার বাড়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে