সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে রবীন্দ্রজয়ন্তী পালিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  ০৮ মে ২০২৪, ২০:০৭
ছবি-যায়যায়দিন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বুধবার বিকালে ‘রবীন্দ্রভাবনায় আজকের তারুণ্য’ শীর্ষক আলোচনা, রবীন্দ্রস্মরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গৌরীপুর গণপাঠাগারের প্রধান পরিচালক প্রাবন্ধিক রণজিৎ কর। সঞ্চালনা করেন নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন ও যুগ্ম পরিচালক আরিফ আহমেদ।

এতে বক্তব্য রাখেন- গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের মনোবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক আহসানুল হক, ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ জি এম, গৌরীপুর লেখক সংঘের সাবেক সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মোশাররফ হোসেন সোহেল, গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক শেখ বিপ্লব, গণপাঠাগারের প্রচার ও প্রকাশনা পরিচালক মো. রইছ উদ্দিন, দপ্তর পরিচালক সেলিম আল রাজ, অনুষ্ঠান সম্পাদক মোখলেছুর রহমান, পরিচালক মো. উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, আব্দুস সাত্তার সোহেল প্রমুখ।

সংগীত পরিবেশন করেন আমিরুল মোমেনীন, গোপা দাস, আশিকুর রহমান রাজীব, পৃথা সরকার, প্রত্যাশা দাস, অর্পা বর্মণ, কবিতা আবৃত্তি করেন শামীমা খানম মীনা, সপ্তর্ষি সরকার, তাহমিদ ইসলাম জিসান, তাসিন হাসান, ফাহিম শাহরিয়ার জয়।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে