সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ফটিকছড়িতে শত শত চা গাছ উপড়ে ফেলল দুষ্কৃতকারীরা!

ফটিকছড়ি প্রতিনিধি
  ০৮ মে ২০২৪, ২০:২৪
ফটিকছড়িতে শত শত চা গাছ উপড়ে ফেলল দুষ্কৃতকারীরা!

চট্টগ্রামের ফটিকছড়িতে মোহম্মদ নগর চা বাগানে প্রায় ৫/৬লাখ টাকার ৫'শতাধিক চা গাছ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। গত ৪ মার্চ উপজেলার নারায়ণহাট ইউপির ইদিলপুর মোহাম্মদ নগর চা বাগানে ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে ওই চা বাগানের ব্যবস্থাপক শংকর কুমার নায়েক বাদী হয়ে ভূজপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে চা বাগানের ব্যবস্থাপক শংকর কুমার বলেন- ২ মার্চ আমাদের বাগানের ভিতরে ডুকে স্থানীয় চন্দন নামের এক ব্যক্তির গরু চা চারাগাছ নষ্ট করে। পরে গরুটিকে বাগানের চৌকিদার আবু তাহের আটকিয়ে রেখে পরে গরুর মালিক চন্দন কে বুঝিয়ে দেয়। চন্দন ওই ঘটনার পরে ৪মার্চ বাগানের প্রায় ৫/৬লাখ টাকার ৫'শতাধিক ৪বছর বয়সী চা চারা গাছ উপড়িয়ে ফেলে। চারা গাছ উপড়ে ফেলার সময় দারোয়ান তাহের দেখে ফেললে সে পালিয়ে যায়। পরে এ বিষয়ে ভূজপুর থানায় অভিযোগ দিয়েছি। পুলিশ ঘটনাস্থলে এসেছে। এছাড়াও এর আগে কে বা কারা বাগানের ভিতরের ৩টি বিদ্যুৎ এর ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। এসময় তিনি এসব বিষয়ে যারা জড়িত তাদের উপযুক্ত শাস্তি এবং ক্ষতিপূরণ দাবি করেন।

বাগানের চৌকিদার মো: আবু তাহের বলেন- আমি এবং ইয়াছিন সকালে ডিউটিতে যাচ্ছিলাম এমন সময় বাগানে লোক দেখে দৌঁড়ে যায় পরে সেখানে গিয়ে দেখি চন্দন চা চারা গাছ উপড়িয়ে ফেলছে। পরে সে আমাদের দেখে দৌঁড়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে ভূজপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মুনিরুল ইসলাম ভূঁইয়া বলেন- চন্দন নামের এক ব্যক্তির বিরুদ্ধে চা গাছ উপড়িয়ে ফেলার লিখিত অভিযোগ দিয়েছে মোহাম্মদ নগর চা বাগান। বিষয়টি তদন্তাধীন আছে। পরবর্তীতে আইনী ব্যবস্থা নেয়া হবে।

তবে, বিষয়টি অস্বীকার করেন অভিযুক্ত চন্দন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে