মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

এসএসসি পাশের ১ দিন পরই নদীতে ডুবে ছাত্রের মৃত্যু

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
  ১৫ মে ২০২৪, ১৪:২২
এসএসসি পাশের ১ দিন পরই নদীতে ডুবে ছাত্রের মৃত্যু
ছবি-যায়যায়দিন

ফরিদপুরের মধুখালীতে নদীতে ডুবে সদ্য এসএসসি পরীক্ষায় পাশ করা ছাত্র ফেরদৌস মোল্যার মৃত্যু হয়েছে। নিহত ফেরদৌস মোল্যা (১৮) মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের মোঃ সাখাওয়াত মোল্যার ছেলে।

স্থানীয়রা জানান, ফেরদৌস মঙ্গলবার বিকাল ৩টায় বাড়ির পাশে মধুমতি নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায়।

পরবর্তীতে তার পরিবারের লোকজন পানিতে অনেক খুঁজাখুঁজি করে না পেয়ে মধুখালী থানা ও ফায়ার সার্ভিসে খবর দেয়। ফেরদৌস দীর্ঘদিন মৃগী রোগে ভুগছিলেন।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান বলেন, যুবকটি মঙ্গলবারে নিখোজ হলেও আমরা খবর পাওয়া মাত্রই বুধবার ভোরে আমাদের ডুবুরি দিয়ে নদীতে উদ্ধার অভিযান শুরু করি। আমাদের ডুবুরি দল লাশ উদ্ধার করে স্থানীয় চেয়ারম্যানের কাছে হস্তান্তর করি।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে