কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ ঘটনার চব্বিশ ঘণ্টার মধ্যে হত্যা মামলার প্রধান আসামি রতিন্দ্রনাথ রায় (৪৫) কে গ্রেফতার করে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করেছে। পুলিশ জানায়, ১৭ মে সকাল সাড়ে ৮টার দিকে পারিবারিক কলহের জের ধরে উপজেলার ছিনাই ইউনিয়নের মীরেরবাড়ী গ্রামের মন্টু চন্দ্র রায়ের ছেলে রতিন্দ্রনাথ রায় (৪৫) তার তার স্ত্রী বকুল রানী (৪০)কে মারপিট করে গুরত্বর আহত করে।
এসময় বকুল রানী জ্ঞান হারিয়ে ফেললে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথিমধ্যে সে মারা যায়। এ ঘটনায় ১৮ মে হত্যাকাণ্ডে শিকার বকুল রানীর ছোট ভাই বাদী হয়ে রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
মামলা দায়েরের পর রাজারহাট থানা পুলিশ শনিবার (১৮ মে) ভোরে ছিনাই এলাকা থেকে রতিন্ত্রনাথ রায়কে গ্রেফতার করে। ওইদিন গ্রেফতারকৃত আসামিকে পুলিশ নিরাপত্তা মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে বলে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান পিপিএম জানিয়েছে।
যাযাদি/ এসএম