শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

 শিবগঞ্জে ৮ প্রিজাইডিং কর্মকর্তাকে অব্যাহতি

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  ২০ মে ২০২৪, ১৯:৪২
 শিবগঞ্জে ৮ প্রিজাইডিং কর্মকর্তাকে অব্যাহতি
ছবি-যায়যায়দিন

দ্বিতীয় ধাপে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৮ জন প্রিজাইডিং কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেয়াসহ বিভিন্ন অভিযোগে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম। তিনি জানান, প্রিজাইডিং কর্মকর্তাদের বিরুদ্ধে প্রার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করা হয়।

তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৮ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের স্থলে নতুন নিয়োজিত কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। অব্যাহতি দেওয়া প্রিজাইডিং কর্মকর্তাদের কেন্দ্রগুলো হল- ৩২, ১৪০, ১৪১, ১৪৪, ১৫০, ১৫১, ১৫২, ১৫৩ নম্বর কেন্দ্র।

আগামীকাল মঙ্গলবার শিবগঞ্জ উপজেলার ১৬৬টি কেন্দ্র ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজনসহ মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে