শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ইসলামী ব্যাংকের কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
  ২৪ মে ২০২৪, ১৬:১৫
ইসলামী ব্যাংকের কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রতিকী ছবি

মৌলভীবাজারে ইসলামী ব্যাংকের এক কর্মচারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে জেলা শহরের গোবিন্দ্র শ্রী এলাকার একটি ভাড়াটিয়া বাসা থেকে তার লাশ ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন তারা। ব্যাংকের ওই কর্মচারীর নাম নুরুল আজাদ সুমন (২২) ।

মৃত সুমন চট্টগ্রাম জেলার পটিয়া গ্রামের মরহুম হাশেম মিয়ার পুত্র বলে জানা গেছে। সে ব্যাংকে চাকুরী করাকালীন সময়ে দীর্ঘদিন যাবৎ ওই বাসায় বসবাস করে আসছে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল বিষয়টি নিশ্চিত করে শুক্রবার বলেন, নিহত সুমন ইসলমী ব্যাংক, মৌলভীবাজার শাখার একজন কর্মচারী। গতকাল রাতে তার লাশ ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পেয়ে আমরা মর্গে পাঠিয়েছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা ধারনা করছি সে আত্মহত্যা করেছে। তদন্ত প্রতিবদেন আসলে আরো জানা যাবে। এদিকে বিষয়টি আরো বিশদভাবে জানতে শুক্রবার দুপুরে ব্যাংকটির বহু কর্মকর্তাদের মুঠোফোনে কল দিলে কেউই ফোন রিসিভ করেন নি।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে