নাটোরের লালপুরে পানিতে ডুবে রাব্বি (৮) নামের এক শিশু ও গলায় ফাঁস দিয়ে শামীম আহমেদ (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার চামটিয়া ও শীবনগর গ্রামে এ পৃথক ঘটনা দুটি ঘটে।
স্থানীয় ও লালপুর থানা সূত্রে জানা যায়, উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের রিমন আলীর ছেলে রাব্বি উপজেলার চামটিয়া গ্রামে নানার বাড়ি বেড়াতে আসে। বুধবার দুপুরে তাকে খুজে না পেয়ে চারিদিকে খোজাখুজি করতে থাকে আত্মিয় স্বজন। এরই এক পর্যায়ে দুপুর সাড়ে বারোটার দিকে ইটভাটার এক পুকুরে তার ভাসমান দেহ দেখতে পায়।পরে তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। অপর দিকে উপজেলার শীবনগর গ্রামের মৃত ভুট্টু মন্ডলের ছেল শামীম আহমেদ বুধবার বেলা আড়াই টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে স্থাণীয়রা। মৃতের স্বজনরা জানান, শামীম একজন মানসিক রুগী,সে দীর্ঘ দিন পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নেয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।
যাযাদি/এসএস