শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  ০২ জুন ২০২৪, ১১:৩৩
চাঁপাইনবাবগঞ্জ র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ আটক ২
ছবি: যায়যায়দিন

অস্ত্র ও মাদক পাচারের গোপন সংবাদে অভিযান চালিয়ে পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ ২ জনকে আটক করেছে র‍্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

আটককৃতরা হচ্ছেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার শ্রীরামপুর গ্রামের আব্দুস ছামাদ ছেলে মো. সোহান আলী (২০) ও নাটোর জেলার বড়াইগ্রাম থানার কুজাইল দক্ষিণ পাড়ার মো. আব্দুল লতিফ এর ছেলে মো. রুবেল হোসেন (৩২)। র‍্যাবের পৃথক প্রেসনোটে বিষয়টি নিশ্চিত করা হয়।

র‍্যাব জানায়, ৩১ মে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার মরিচাডাঙ্গা মোড় কালভাট ব্রিজ থেকে গোমস্তপুর থেকে রহনপুরগামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার শ্রীরামপুর গ্রামের আব্দুস ছামাদ এর ছেলে মো. সোহান আলী (২০) কে বিদেশি পিস্তল-১টি, ম্যাগাজিন-২টি এবং গুলি-৬ রাউন্ড সহ হাতেনাতে গ্রেফতার করে।

অপর এক অভিযানে ৩০ মে রাত সাড়ে দশটার দিকে চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মহারাজপুর ইউনিয়নের মহারাজপুর ফিল্ডের হাট এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রুবেল হোসেন কে ৩১৫ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এসব ঘটনায় জেলার গোমস্তাপুর ও সদর মডেল থানায় মামলা করা হয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে